দ্য ওয়াল ব্যুরো: চিত্রনাট্য অনুযায়ী, পিএসজি ফেভারিট। যারা বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ সবাইকে চার গোল দিয়ে ফাইনালে উঠেছে। প্রতিপক্ষ চেলসি। ধারে নির্বিষ, ভারে দুর্বল। কত গোলে ক্লাব বিশ্বকাপ ফাইনাল জিতে ট্রফি হাতে তুলবে ফ্রান্সের ক্লাব, সেই নিয়ে তর্ক জমেছিল।
কিন্তু সেই চিত্রনাট্য এফোঁড়ওফোঁড় করে নিউ এজ চেলসির নয়া রূপকথা লিখলেন কোল পালমার৷ প্রথমার্ধে দু'গোল, একটা অ্যাসিস্ট। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ স্কোরলাইনে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ জিতল ইংল্যান্ডের ক্লাব।