দ্য ওয়াল ব্যুরো: সাত বছর ধরে নাগাড়ে সাফল্য, ট্রফির পর ট্রফি, রেকর্ডের পর রেকর্ড… শেষে চর্চিত বিচ্ছেদ। কিলিয়ান এমবাপে ও ফরাসি ফুটবল ক্লাব পিএসজির (PSG) সম্পর্ক আদ্যন্ত ঘটনাবহুল, নাটকীয়। সেই অধ্যায়ের নতুন কিস্তি লেখা হবে ক্লাব বিশ্বকাপে। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপে নামতে চলেছেন পুরনো ক্লাব পিএসজির বিরুদ্ধে।
পুনর্মিলনের মঞ্চ, আড়ালে বিতর্ক