দ্য ওয়াল ব্যুরো: প্রথমবারের মতো এমএলএস কাপ (MLS Cup) জিতে নিল ইন্টার মায়ামি (Inter Miami)। ফ্লোরিডায় ভরা গ্যালারির সামনে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে (Vancouver Whitecaps) ৩-১ গোলে হারিয়ে ট্রফি তুলল ডেভিড বেকহ্যামের (David Beckham) ক্লাব। ম্যাচের নিয়ন্তা, স্বাভাবিকভাবেই, লিওনেল মেসি (Lionel Messi)।
শুরুতেই লিড পায় মায়ামি। সৌজন্যে অষ্টম মিনিটে এডিয়ার অকামপোর আত্মঘাতী গোল। কিন্তু দ্বিতীয়ার্ধে আলি আহমেদ সমতা ফেরাতেই তৈরি হয় চাপ। ভ্যাঙ্কুভার ছন্দে ফেরে। দু’বার শট পোস্টে লাগায় ভাগ্যের জোরে বেঁচে যায় মায়ামি।