দ্য ওয়াল ব্যুরো: মাঠে এখনও ম্যাজিক জারি লিওনেল মেসির (Lionel Messi)। বুটজোড়া পাকাপাকিভাবে তুলে রাখেননি। যদিও তার আগে শুরু করছেন একেবারে নতুন ধাঁচের ফুটবল টুর্নামেন্ট। নামটাও আর্জেন্তিনীয় মহাতারকার নামে: ‘মেসি কাপ’ (Messi Cup)। যুব ফুটবলে বিপ্লব ঘটাতে চলা এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে, মায়ামিতে (Miami)। টুর্নামেন্টের প্রথম সংস্করণ ঘিরে ফুটবল মহলের উত্তেজনা তুঙ্গে।
কবে, কোথায়, কাদের নিয়ে?