দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২ দিনে শেষ হয়েছে অ্যাশেজের (Ashes) প্রথম টেস্ট (First Test)। ট্রেভিস হেডের (Travis Head) দুরন্ত শতরান ম্যাচ রঙই বদলে দিয়েছে। আর অ্যাশেজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার আট উইকেটে জয় শুধু একতরফা সাফল্য নয়, পরিসংখ্যানের ঝড়ও তুলেছে।
শতাধিক বছর ধরে যেগুলি দেখা যায়নি, সেই তিনটি রেকর্ড (Three Records) একসঙ্গে গড়ে ফেলেছে এই টেস্ট।
ইংল্যান্ডের দুই ইনিংসের ধস - ১২১ বছরে দ্রুততম