দ্য ওয়াল ব্যুরো: কখনও ব্যাগি ব্লু টুপিটা মাথা থেকে মুখ ঢাকলেন। হতাশায়।
কখনও কাঁধ ঝুঁকিয়ে নতমস্তক হলেন। এটাও হতাশায়।
না, নিজের কোনও ডেলিভারি ভুল ‘পিচ’ হয়েছে, ব্যাটসম্যান তার ফায়দা তুলে চার-ছক্কা মেরেছে বলে নয়, গত দু’দিন ধরে হেডিলংলের ময়দানে হতাশাচ্ছন্ন জসপ্রীত বুমরাহর বিভিন্ন মূর্তি দেখা দিল সতীর্থদের ‘কেরামতি’তে। কেউ স্লিপে, কেউ পয়েন্টে দাঁড়িয়ে দফায় দফায় ক্যাচ ফস্কালেন।