দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ (Eng vs Ind) ইংল্যান্ড দলের (England Team) কাছে অ্যাসেজের (The Ashes) প্রস্তুতির জন্য খুব ভাল সুযোগ। এমনই হাস্যকর দাবি করে সমালোচনার মুখে প্রাক্তন ইংরেজ বোলার গ্রেম সোয়ান (Graeme Swann)।
দ্য ওয়াল ব্যুরো: প্রস্তাব ছিল। কিন্তু তিনি গ্রহণ করেননি।
রোহিত শর্মার অবসরের (Rohit Sharma Retirement) পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (Team India Captain) কে হবেন এই নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন তিনিই যে বোর্ডের প্রথম পছন্দ ছিলেন, একথা সাফ বুঝিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
দ্য ওয়াল ব্যুরো: তিনি না থেকেও আছেন। প্রবলভাবে আছেন।
ইংল্যান্ড সিরিজে হেডিংলে কিংবা লর্ডসে খেলতে দেখা যাবে না বিরাট কোহলিকে। কিন্তু সবকিছু ঠিক থাকলে হাজির থাকবেন দর্শকাসনে। রোদ ঝলমলে দিনে চোখে সানগ্লাস আর গায়ে ব্লেজার চড়িয়ে হয়তো শুভমানের শতরান কিংবা জসপ্রীত বুমরাহর আগুনে স্পেল উপভোগ করবেন।
এটা কোনও কষ্টকল্পনা নয়, ঘোরতর সম্ভাবনা। যেটা উস্কে দিয়েছে একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটের রিপোর্ট। তাদের দাবি, ইংল্যান্ড সিরিজের বেশ কিছু টেস্ট মাঠে গিয়ে দেখতে পারেন কোহলি। সফর চলাকালীন তিনি এদেশেই থাকবেন।
দ্য ওয়াল ব্যুরো: এ যে গ্রিক পুরাণের অভিশপ্ত সিসিফাসের লড়াই!
একটা প্রকাণ্ড বড় পাথরের চাঁইকে টেনে পাহাড়ের উপরে তোলা। তারপর সেটা গড়িয়ে পড়লে ফের একবার ঠেলে ঠেলে চূড়ায় নিয়ে যাওয়া। আবার নেমে আসা… আবার উপরে ওঠা। দিন, মাস, বছর পেরিয়ে এভাবেই অনন্তকালের জন্য অভিশাপের সাজা ভোগ করেন সিসিফাস।
দ্য ওয়াল ব্যুরো: প্রধান দলে ছিলেন না। ইংল্যান্ড গিয়েছেন এ দলের সদস্য হিসেবে। নেমেছেন একটি মাত্র প্রস্তুতি ম্যাচে। খুব একটা নজরও কাড়েননি। নিয়েছেন মাত্র এক উইকেট। তবু সেই হর্ষিত রানাকেই সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে থেকে যেতে বলল টিম ম্যানেজমেন্ট।
আর এই ঘোষণার পরেই শুরু হয়েছে প্রশ্ন: তবে কি বুমরাহকে নিয়ে কোনওভাবেই স্বস্তিতে নেই কোচ গম্ভীর? সেই কারণেই মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিংয়ের মতো বিকল্প থাকতে রানার শরণাপন্ন হতে হল?
দ্য ওয়াল ব্যুরো: লিডসে ২০ জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ। প্রথম ম্যাচ হেডিংলেতে। এই টুর্নামেন্ট দিয়েই ২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জার্নি আরম্ভ করেছে টিম ইন্ডিয়া।
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি বেসরকারি প্রস্তুতি ম্যাচ ইতিমধ্যে শেষ। ২০ জুন প্রথম টেস্ট, হেডিংলেতে। তার আগে শেষবার দলের খেলোয়াড়দের প্রস্তুতি ও ৯০ ওভার বল এবং ব্যাট হাতে শক্তিপরীক্ষা করতে বিশেষ অন্তঃদল লড়াইয়ের আয়োজন টিম ম্যানেজমেন্টের।
দলের হেডকোচ গৌতম গম্ভীর পারিবারিক কারণে আচমকা দেশে ফিরে এসেছেন ঠিকই। কিন্তু সহকারী মর্নি মর্কেল কিংবা রায়ান টেন দুশখতেদের সাফ সাফ বুঝিয়ে দিয়েছেন, কীভাবে এই ম্যাচ আয়োজিত হবে।
দ্য ওয়াল ব্যুরো: নবাগত কোচের ডাকনাম আর একটি চালু অনুসর্গকে জুড়ে ধুয়োটা তুলেছিলেন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের সম্পাদক অ্যান্ড্রু মিলার। পডকাস্টে হাসিমশকরার ছলেই ফট করে বলে ফেলেন: অকুতোভয়, বেপরোয়া ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম যখন ইংল্যান্ড ক্রিকেট টিমের গদিতে বসেছেন, তিনি দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শেখাবেন। তিন ফর্ম্যাটের জল-অচল ভেদ যাবে ঘুচে।
#REL
কী নাম দেওয়া যেতে পারে এই স্টাইলের? ম্যাকালামের ডাকনাম ‘বাজ’। তাঁর কোচিংয়ে যে কায়দায় বল ঠ্যাঙাবেন বেন স্টোকস, জো রুটরা—তাকে ‘বাজবল’ বলতে ক্ষতি কী?