দ্য ওয়াল ব্যুরো: লিডসে ২০ জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ। প্রথম ম্যাচ হেডিংলেতে। এই টুর্নামেন্ট দিয়েই ২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জার্নি আরম্ভ করেছে টিম ইন্ডিয়া।
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি বেসরকারি প্রস্তুতি ম্যাচ ইতিমধ্যে শেষ। ২০ জুন প্রথম টেস্ট, হেডিংলেতে। তার আগে শেষবার দলের খেলোয়াড়দের প্রস্তুতি ও ৯০ ওভার বল এবং ব্যাট হাতে শক্তিপরীক্ষা করতে বিশেষ অন্তঃদল লড়াইয়ের আয়োজন টিম ম্যানেজমেন্টের।
দলের হেডকোচ গৌতম গম্ভীর পারিবারিক কারণে আচমকা দেশে ফিরে এসেছেন ঠিকই। কিন্তু সহকারী মর্নি মর্কেল কিংবা রায়ান টেন দুশখতেদের সাফ সাফ বুঝিয়ে দিয়েছেন, কীভাবে এই ম্যাচ আয়োজিত হবে।
দ্য ওয়াল ব্যুরো: নবাগত কোচের ডাকনাম আর একটি চালু অনুসর্গকে জুড়ে ধুয়োটা তুলেছিলেন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটের সম্পাদক অ্যান্ড্রু মিলার। পডকাস্টে হাসিমশকরার ছলেই ফট করে বলে ফেলেন: অকুতোভয়, বেপরোয়া ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম যখন ইংল্যান্ড ক্রিকেট টিমের গদিতে বসেছেন, তিনি দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শেখাবেন। তিন ফর্ম্যাটের জল-অচল ভেদ যাবে ঘুচে।
#REL
কী নাম দেওয়া যেতে পারে এই স্টাইলের? ম্যাকালামের ডাকনাম ‘বাজ’। তাঁর কোচিংয়ে যে কায়দায় বল ঠ্যাঙাবেন বেন স্টোকস, জো রুটরা—তাকে ‘বাজবল’ বলতে ক্ষতি কী?
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে দু’পক্ষ। একদিকে ভারত। অন্যদিকে ইংল্যান্ড। ২০ জুন থেকে শুরু হতে চলেছে সিরিজ। খেলা হবে পাঁচটি টেস্ট।
#REL
শুধুমাত্র তারকা ক্রিকেটারদের দ্বৈরথ নয়। এই সফর স্মরণীয় করে তুলবে ইংল্যান্ডের পাঁচটি ঐতিহাসিক স্টেডিয়াম। এক নজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত ময়দানের কিছু রকমারি তথ্য:
দ্য ওয়াল ব্যুরো: তাঁর আকস্মিক অবসর বিস্ময় ও জল্পনার পাশপাশি তুলে ধরে হাজারো প্রশ্ন। টেস্ট যে ক্রিকেটের তিন ফর্ম্যাটের মধ্যে তাঁর প্রিয়তম—কোনওদিন আড়াল করার চেষ্টা করেননি বিরাট কোহলি (Virat Kohli)।
অথচ আইপিএলের (IPL 2025) মধ্যে, ইংল্যান্ড সফর (England Series) শুরু হতে চলেছে যখন, তার কয়েক দিন আগে আচমকাই লাল বলের ক্রিকেটকে বিদায় জানান বিরাট (Virat Kohli Retirement)। পরে ছেলেবেলার কোচ যখন ফাঁস করেন, কোহলি ইংল্যান্ডের জন্য দিনকয়েক আগেই বিশেষ প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রহস্য আরও জোরালো হয়।
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের (England) আইকনিক ওভাল মিউজিয়ামে (Oval Museum) জায়গা করে নিল শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) জার্সি থেকে শুরু করে বিরাট কোহলির (Virat Kohli) গ্লাভস। সবেতেই ক্রিকেটারদের সই করা। ওভাল ময়দানের ১৮০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এমনই কিছু স্মারকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে সারে ক্রিকেট ক্লাব (Surrey Cricket Club)। যারা ঘরের মাঠ হিসেবে ওভালকে ব্যবহার করে থাকে।
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ইংল্যান্ড সিরিজে করুণ নায়ার (Karun Nair), শুভমান গিলদের (Shubhman Gill) রাতের ঘুম কেড়ে নিতে চলেছেন এমন এক বোলার, যিনি দেশের হয়ে একটিও টেস্ট খেলেননি। অনূর্ধ-১৯ টিমে নেমেছেন বটে। কিন্তু সিনিয়র দলের হয়ে মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচে বল করেছেন। কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন: তবে কি দীর্ঘদেহী (প্রায় ৬ ফুট ৪) পেসার এডি জ্যাকের (Eddie Jack) উপরই আস্থা রাখতে চলেছে ইংল্যান্ড শিবির?
দ্বিতীয় বাক্যটি বলা ‘পতৌদি ট্রফি’র নাম পরিবর্তন নিয়ে। ২০০৭ সালে ভারতীয় দলের টেস্ট ক্রিকেটে ৭৫তম বর্ষপূর্তির আবহে নতুন এক প্রতিযোগিতার শুরুয়াত হয়। যেহেতু ১৯৩২ সালের জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক লর্ডেসের ময়দানে প্রথমবারের জন্য লাল বলের ক্রিকেট খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া, তাই সেই স্মৃতিকে সম্মান জানাতে দুই দেশের ক্রিকেটীয় সংস্কৃতির মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে পাতৌদি পরিবার, তাদের নামেই ট্রফির নাম রাখা হয় ‘পতৌদি ট্রফি’।