দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে প্রতিভার কমতি নেই। কিন্তু অভিজ্ঞতা?
ইংল্যান্ড সফর (England Series) শুরুর আগে প্রশ্নটা দানা বেঁধেছিল। ট্যুরের আগে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর পরই সওয়াল আরও গুরুতরভাবে সামনে আসে। বিশেষ করে বিরাটের সরে দাঁড়ানো এতটাই অপ্রত্যাশিত ছিল যে, ইংল্যান্ডের ময়দানে দল চাপে পড়লে ঘুরে দাঁড়াবে কীভাবে, কে প্রেরণা জোগাবেন, এগিয়ে এসে সামনে থেকে নেতৃত্ব দেবেন—এমন একগুচ্ছ জিজ্ঞাসা খোঁচা দিতে শুরু করে।