দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি অবসর (Virart Kohli Retirement) নিয়েছেন টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে—একথা তামাম ক্রিকেটমোদীর কিছুতেই বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসীর দলে রয়েছেন এক খুদে ভক্তও। নাম হিনায়া (Hinaya)। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের (Harbhajan Singh) মেয়ে। বিষয়টা হজম করতে তার এতটাই কষ্ট হচ্ছে যে, থাকতে না পেরে বাবার মোবাইল থেকে মেসেজ পর্যন্ত পাঠিয়েছে। জবাবও এসেছে চটজলদি। সহাস্য বিরাট লিখেছেন—‘সোনা, এটাই অবসর নেওয়ার সময়!’
#REL