দ্য ওয়াল ব্যুরো: যখন সবাই লিডসের বিপর্যয়ের আড়ালে এন্তার ক্যাচ মিস আর লোয়ার অর্ডারে ব্যাটিং ধসকেই কারণ হিসেবে দেগে দিচ্ছে, তখন নাসের হুসেনের মতো ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, ভারতের পরাজয়ে সিম-বোলিং অলরাউন্ডার না থাকাটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
এর পাশপাশি নবাগত অধিনায়ক শুভমান গিলের অধিনায়কত্বকেও স্পটলাইটে এনেছেন হুসেন। তাঁর দাবি, টিম ইন্ডিয়ার নতুন দলনেতা এখনও পথের দিশার খোঁজ করে চলেছেন। তিনি যে অনভিজ্ঞ, অপরিণত সেটা তাঁর বেশ কিছু সিদ্ধান্তগ্রহণ ও সিদ্ধান্তহীনতায় স্পষ্ট। উপরন্তু বিরাট কোহলি-সুলভ জেল্লা বা জৌলুসের ছটাও সেভাবে লক্ষ করা যাচ্ছে না!