দ্য ওয়াল ব্যুরো: ‘সবাই নিজেকে দেখানোর জন্য কাজ করে। আমি পরিশ্রম করি আড়ালে থাকতে!’
পাঁচ বছর আগে দুনিয়া যখন অন্তরীণ, লকডাউন চলছে, কোভিডের থাবা ক্রমশ প্রশস্ত হচ্ছে, তখন নিজের হোয়াটসঅ্যাপে এমনই ‘স্টেটাস’ দিয়েছিলেন ঋষভ পন্থ। ঘরবন্দি, কবে বাইরে বেরোবেন তার ঠিক নেই। জাতীয় দলে ঠাঁই পাওয়া নিয়েও অনিশ্চয়তা। ততদিনে টিমের বাইরে।