দ্য ওয়াল ব্যুরো: রাঁচিতে সিরিজ (Ranchi Series) শুরুর আগে দু’জন সিনিয়রকে ঘিরে ছিল একগুচ্ছ সন্দেহ। একমাত্র যে ফরম্যাটে তাঁরা খেলেন, সেই ওয়ান ডে দলে ভবিষ্যৎ কী? বিসিসিআইয়ের (BCCI News) নতুন নিয়ম— ঘরোয়া ক্রিকেট খেললে তবেই নির্বাচনযোগ্য। কীভাবে নেবেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)? প্রশ্ন ছিল অনেক।
কিন্তু তিন ম্যাচের শেষে সব সংশয় উড়ে গিয়েছে। বদলে ফুটে উঠল পুরনো ঔজ্জ্বল্য, মাঠ জুড়ে রসিকতা আর অবাধ প্রাণখোলা ক্রিকেট।