দ্য ওয়াল ব্যুরো: ‘সকল লোকের মাঝে ব'সে/ আমার নিজের মুদ্রাদোষে/ আমি একা হতেছি আলাদা?’
জীবনানন্দের কথাগুলো হয়তো কোচ গৌতম গম্ভীরের কোচিং-জীবনেরও ধ্রুবপদ! এমনিতেই তাবড় ম্যানেজারদের ছোট ছোট অভ্যাস, মুদ্রাদোষ কৌশল ছাপিয়ে কৌতূহলের জন্ম দেয়। ফুটবলে স্যার অ্যালেক্স ফার্গুসনের চুইং গাম বা পেপ গুয়ার্দিওলার বারবার টি-শার্টের হাতা ধরে টান—এ সবই সময়ের আস্তরণ সরিয়ে ‘প্রতীকে’ পরিণত হয়েছে। কিন্তু গৌতম গম্ভীরের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই আলাদা।