দ্য ওয়াল ব্যুরো: অনেক সময় জীবনের মোড় ঘুরে যায় একটিমাত্র কথায়!
জাহির খানের (Zaheer Khan) ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। দ্বাদশ শ্রেণিতে দুর্দান্ত ফল। সেই সুবাদে মহারাষ্ট্রের শ্রীরামপুরের প্রবরা ইঞ্জিনিয়ারিং কলেজে (Pravara Engineering College) ভর্তি হওয়ার সুযোগ পেলেন যখন, গোটা পরিবার ভেবেছিল—বাড়ির ছেলে ভবিষ্যৎ-নিরাপদ ‘ইঞ্জিনিয়ার’ হতে চলেছে। কিন্তু তখনই উচ্চাশী, পরিশ্রমী ছেলেকে বাবা বখতিয়ার খান (Bakhtiyar Khan) ছুড়ে দেন প্রশ্ন—‘দেশে ইঞ্জিনিয়ারের অভাব নেই, কিন্তু সত্যিকারের পরিশ্রমী ফাস্ট বোলার খুব একটা আছে কি?’