দ্য ওয়াল ব্যুরো: রবিবার আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে (CWC Final 2025) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে নামতেই আবারও নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন বঙ্গকন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। মাত্র ২৪ বলেই ঝোড়ো ৩৪ রানের ইনিংস খেলেন তিনি—যার মধ্যে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। আর সেই দুই ছক্কার সুবাদেই ইতিহাস গড়লেন শিলিগুড়ির মেয়ে রিচা।
এদিন ম্যাচ শেষের পর রিচা বলেন, “আমার উপর সবার ভরসা ছিল। সবাই বলছিল তুই-ই মারতে পারবি। সেটাই আমাকে মনোবল জুগিয়েছে।”