দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) গত এক বছরের সবচেয়ে বড় আলোড়ন—রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) আচমকা টেস্ট থেকে অবসর। কেউ বুঝে উঠতে পারেননি, কেন এমন সিদ্ধান্ত এল ঠিক ইংল্যান্ড সফরের (India tour of England 2025) আগে।
এবার সেই রহস্যে আলো ফেললেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)। জানালেন, বোর্ডের পক্ষ থেকে দু’জনকেই টেস্ট দলে থাকার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ততক্ষণে দুই তারকাই যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলেছেন!