দ্য ওয়াল ব্যুরো: ব্রিসবেনে শতরানটা শুধু একটা অভিশাপ-মোচন নয়—জো রুটের কাছে ছিল এমন এক বোঝা ঝেড়ে ফেলা, যা প্রায় এক দশক ধরে টেনে বেড়াতে হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে শতক না থাকা কেরিয়ারের একমাত্র দাগ। অ্যাশেজ শুরুর আগে তাই প্রশ্ন ছিল—এবার পারবেন? আসবে সেঞ্চুরি? নাকি খরা রইবে জারি?
দ্বিতীয় টেস্টেই ১৩৮ রানের দুরন্ত ইনিংসে যাবতীয় উত্তর দিলেন রুট। ঝেড়ে ফেললেন ‘ডাউন আন্ডারে ব্যর্থতা’-র তকমা। আপাতত অস্ট্রেলিয়া-জুজু নিয়ে কেউ সওয়াল তুলবে না।