দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহ অতিক্রম করে গিয়েছে। তবুও ওভাল টেস্টের পিচ বিতর্ক যেন থামছেই না। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও ওভালের পিচ কিউরেটর (Oval pitch curator) লি ফর্টিসের মধ্যে পঞ্চম টেস্ট শুরুর আগে তুমুল বাকযুদ্ধ হয়েছিল। বিতর্কের সূত্রপাত গম্ভীরকে কাছে গিয়ে পিচ দেখতে না দেওয়া নিয়ে। এরপর গম্ভীর উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ফর্টিসের সঙ্গে। ফর্টিস জানিয়েছেন, গম্ভীর তাঁর প্রতি কিছু অশ্রাব্য শব্দও ব্যবহার করেছিলেন।