দ্য ওয়াল ব্যুরো: কখনও কখনও নির্বাক চেয়ে থাকা কান্নাভরা দু’চোখের চেয়েও বিষাদময়!
রথের চাকা মেদিনী গ্রাস করার পর মহাবলী কর্ণ চোখের জল ফেলেননি। ইন্দ্রজিৎ যখন হতশ্বাস, হতবীর্য… লক্ষণের বিরুদ্ধে অন্যায্য, নীতিহীন ‘যুদ্ধে’ সবকিছু খুইয়ে মৃত্যুর কাছাকাছি, তখন ইন্দ্রজিতের চোখও ছলছল হয়ে ওঠেনি!