দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটারদের মুখে সচরাচর এমন তুলনা শোনা যায় না। কিন্তু বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) বোধহয় শুধু বল ঘোরানোর কৌশলেই নয়, ভাবনার ভুবনেও আলাদা পথের পথিক!
ভারতের (India) এই স্পিনার সম্প্রতি এক সাক্ষাৎকারে (Breakfast with Champions) যেভাবে জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) প্রশংসা করলেন, তা এক লহমায় যেন ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে দার্শনিক রূপ নিল। অকপট স্বীকারোক্তির ঢঙে বরুণ বলেছেন, ‘আমি হয়তো এই মুহূর্তে টি–২০ বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে, কিন্তু আসল নম্বর ওয়ান তো সবসময় বুমরাহ!’