দ্য ওয়াল ব্যুরো: জার্সির রং পালটে গেলে কি ভাগ্যের রেখাও বদলে যায়?
প্রশ্নটা এই মুহূর্তে দুজনের মাথায় আছড়ে পড়ার কথা। একজন শুভমান গিল (Shubhman Gill)। যিনি ইংল্যান্ডে লাল বলের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন। অধিনায়ক হিসেবে অভিষেক সফরে পিছিয়ে পড়েও ফিরিয়ে এনেছেন সমতা। অথচ মাস ফুরোতে না ফুরোতেই টি-২০ এশিয়া কাপে তাঁর জায়গা না পাওয়া সংক্রান্ত যুক্তি প্রবল হয়ে উঠেছে। হাওয়ার হালচাল দেখে মনে হচ্ছে, টিম ইন্ডিয়ার চূড়ান্ত দলের টিকিট তাঁর হাতে আসবে না।