দ্য ওয়াল ব্যুরো: ৭ মে থেকে ২৩ জুন।
এরই মধ্যে দুনিয়াটা অনেক বদলে গিয়েছে রোহিত শর্মার। টেস্ট থেকে অবসর না নিলে এই সময় তিনি ইংল্যান্ডে থাকতেন। নামতেন হেডিংলের ময়দানে। অধিনায়কের ভূমিকায় দেখা যেত কি না—সেই প্রশ্ন থাকবে। কিন্তু স্বেচ্ছায় বিদায় ঘোষণা না করলে আজকের দিনে শুভমান, বুমরাহর সঙ্গে হার্ডল করতেন রোহিত, এটা নিশ্চিত।
বদলে হরভজন সিংয়ের পডকাস্টে এসে স্মৃতিচারণ করছেন, চেতেশ্বর পূজারার স্ত্রী পূজার আত্মজীবনীর মোড়ক উন্মোচনের মঞ্চে ভাষণ দিচ্ছেন বিদায়ী ক্রিকেটার। আর ইনস্টাগ্রামে শেয়ার করছেন আন্তর্জাতিক ময়দানে অভিষেকের সুখস্মৃতি।