দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ইংল্যান্ড সিরিজে করুণ নায়ার (Karun Nair), শুভমান গিলদের (Shubhman Gill) রাতের ঘুম কেড়ে নিতে চলেছেন এমন এক বোলার, যিনি দেশের হয়ে একটিও টেস্ট খেলেননি। অনূর্ধ-১৯ টিমে নেমেছেন বটে। কিন্তু সিনিয়র দলের হয়ে মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচে বল করেছেন। কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন: তবে কি দীর্ঘদেহী (প্রায় ৬ ফুট ৪) পেসার এডি জ্যাকের (Eddie Jack) উপরই আস্থা রাখতে চলেছে ইংল্যান্ড শিবির?