দ্য ওয়াল ব্যুরো: গুয়াহাটি টেস্টের আগে একেবারে ভিন্নধারার প্রস্তুতিই নজর কাড়ল টিম ইন্ডিয়ার (Team India) অনুশীলনে। সোমবার ইডেনে ঐচ্ছিক নেট সেশনে সাই সুদর্শন (Sai Sudharsan) এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel) নামলেন এক পায়ে প্যাড বেঁধে। উদ্দেশ্য—স্পিনারদের বিরুদ্ধে সামনের পায়ে বাড়তি স্ট্রাইড নেওয়ার অভ্যাস তৈরি আর প্যাড না থাকায় ব্যাট ব্যবহারে বাধ্য হওয়া।
এই ড্রিল পুরনো দিনের। যার মূল কথা—ফুট–ওয়ার্ক সংশোধন। ব্যাটারদের অনেক সময় সামনের প্যাড রেখেই বল ব্লক করার প্রবণতা দেখা যায়। তখনই ঘনিয়ে ওঠে এলবিডব্লিউয়ের বিপদ। সামনের প্যাড খুলে দিলে সে রাস্তা বন্ধ। ব্যাট ছাড়া রক্ষা নেই।