দ্য ওয়াল ব্যুরো: গতকাল বর্ষণ-বিধ্বস্ত বাণিজ্যনগরীতে এশিয়া কাপের (Asia Cup 2025) দল ঘোষণার সময় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর (Ajit Agarkar) যে কথাটা বারবার উচ্চারণ করলেন, তা হল—‘এটাই চূড়ান্ত দল নয়!’ যার অর্থ, সুযোগ পাননি যাঁরা, তাঁদের সামনে দরজা খোলা। ছাব্বিশের টি-২০ বিশ্বকাপের আগে এখনও খান কুড়ি ম্যাচ বাকি। তাই হাতে সময় অনেক, সুযোগও। যা কাজে লাগিয়ে আবারও জায়গা ফিরে পাওয়া সম্ভব।
ব্যাখ্যাটি শুনতে ভালো। বাদ পড়া ক্রিকেটারদের জন্য খানিক আশ্বাসও বটে। কিন্তু প্রশ্ন হল: এই বার্তা কতটা বিশ্বাসযোগ্য? বাস্তবে আদৌ কার্যকর হতে পারে কি?