দ্য ওয়াল ব্যুরো: পুণেতে অফ স্পিনে ১১ উইকেট তুলে নিতে পারেন।
আমদাবাদের টার্নারে লোয়ার অর্ডারের সঙ্গে ব্যাট করে প্রায় শতরান ছুঁতে জানেন।
ব্রিসবেনে প্যাট কামিন্সকে হুক করে ছয় কষানোর সাহস রাখেন।
লর্ডসে যখন উইকেট নিস্তেজ, তখন ড্রিফট করে ব্যাটসম্যানদের জালে ফেলেন।
আর এখন, দক্ষিণ লন্ডনের ওভালে ৩৯ বলে হাফসেঞ্চুরি করে ওয়াশিংটন সুন্দর বোঝালেন—তিনি যে কোনও ভূমিকায় সমানে লড়ে যান!