দ্য ওয়াল ব্যুরো: গত বছর অস্ট্রেলিয়া সফরে যায় টিম ইন্ডিয়ার ‘এ’ দল (India A)। সেই দলের অন্যতম সদস্য ছিলেন সাই সুদর্শন (Sai Sudarshan)। খেলা, ম্যাচ প্রাকটিসের পাশপাশি ব্যক্তিগত কৌতূহল মেটাতে তিনি দেখা করেন পাওয়ার হিটিং কোচ শ্যারন ইয়ংয়ের (Sharon Young) সঙ্গে। গ্লেন ম্যাক্সওয়েল, বাবর আজম, ফ্রেজার ম্যাকগার্কের মতো পাওয়ার হিটারদের প্রশিক্ষণ দিয়েছেন। নিজের খেলার ধাঁচ না বদলে জোরে শট মারতে হয় কীভাবে, সেটাই মেলবোর্নে ক্রিকেট পারফরম্যান্স ল্যাবে হাতেকলমে শেখান অস্ট্রেলীয় প্রশিক্ষক।