দ্য ওয়াল ব্যুরো: গুয়াহাটিতে (Barsapara Cricket Stadium) দ্বিতীয় টেস্টের শুরুতেই কার্যত চাপে ভারত। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তুলেছে ৪৮৯—সেনুরান মুথুস্বামীর (Senuran Muthusamy) সেঞ্চুরি ও মার্কো জানসেনের (Marco Jansen) ৯৩ রানে ভর করে। সিরিজে ০–১ পিছিয়ে থাকা ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ—এই ম্যাচে ফিরতে গেলে প্রায় অসম্ভবকে সম্ভব করতে হবে!
টেস্ট ইতিহাস ঘাঁটলে দেখা যায়, প্রতিপক্ষ প্রথম ইনিংসে ৪৫০ রানের বেশি করলে টিম ইন্ডিয়ার ম্যাচ জেতার নজির খুবই কম। মোট ৩৭ বার এই অবস্থায় পড়েছে দল। তার মধ্যে জয় এসেছে মাত্র ৩ বার। অর্থাৎ, সম্ভাবনা নামেমাত্র, যদিও দৃষ্টান্ত আছে।