দ্য ওয়াল ব্যুরো: একটা টেস্ট সিরিজ কতটা রোমাঞ্চকর হলে তাকে ‘যুগের সেরা’ বলা যায়? কী সেই নিক্তি? কী সেই পরিমাপ?
‘উইজডেন’ (Wisden) বলছে—স্রেফ স্কোরলাইন নয়। দেখতে হবে ম্যাচ ঘিরে তৈরি হওয়া নাটক, প্রত্যাবর্তন, স্নায়ুর টক্কর, ব্যতিক্রমী পারফরম্যান্স আর লড়াইয়ের মোড় ঘোরানো মুহূর্ত। এমন একগুচ্ছ মানদণ্ডের ভিত্তিতেই তারা বেছে নিয়েছে একুশ শতকের সেরা ১৫ টেস্ট সিরিজ (The 15 greatest Test series of the 21st century)। তালিকার একেবারে শীর্ষে রয়েছে ২০২১ সালে টিম ইন্ডিয়ার গাব্বা-বিজয়, তেমনই জায়গা করে নিয়েছে সদ্যসমাপ্ত অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফি।
#REL