দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহ কি নামবেন এজবাস্টনে? খেলবেন দ্বিতীয় টেস্ট? প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া ধরাশায়ী হওয়ার পর এই নিয়ে সংশয় আর জল্পনা দানা বেঁধেছিল সমর্থকদের মনে।
দ্য ওয়াল ব্যুরো: সফর শুরুর আগে তাঁকে ঘিরে যে সহানুভূতি ও আবেগের হাওয়া বইছিল, দুটো খারাপ পারফরম্যান্সের পর তা আপাতত উধাও! করুণ নায়ার কামব্যাক করেছেন সরবে। সাত বছর বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন। কিন্তু হেডিংলে টেস্টে ছ’নম্বরে ব্যাট করতে নেমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে খাতা না খুলেই আউট। দ্বিতীয় ইনিংসে কুড়ির কোঠাও পেরতে পারেননি!
আর এরপরই তাঁকে এজবাস্টন টেস্টে না খেলানোর পক্ষে জোর সওয়াল উঠেছে সমাজমাধ্যমে। একজন এক্স-হ্যান্ডেলে লিখেছেন, ‘করুণ নায়ার, তুমি একটা সুযোগের প্রার্থনা করেছিলে। গৌতম গম্ভীর দুটো দিয়েছেন। আর তারপরেও তুমি দুটোই হেলায় হারিয়েছ!’
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক টিমে ছিলেন না। ভারতীয় এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেন। মাত্র দু’উইকেট নেন। তারপরেও টেস্ট সিরিজে জায়গা পান। বিতর্ক ওঠে, দানা বাঁধে প্রশ্ন। প্রথম টেস্টে মাঠে নামেননি। দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরুর পথে। তার আগেই বিতর্কিত বোলারকে ছেড়ে দিল টিম ম্যানেজমেন্ট!
একদিকে দুই ইনিংস মিলিয়ে পাঁচ-পাঁচটি শতরান, ৩৭১ রানের প্রকাণ্ড টার্গেট। অন্যদিকে এন্তার ক্যাচ মিস, লোয়ার অর্ডারের সমূহ ব্যর্থতা।
আর দুইয়ের যোগফল: হেডিংলে টেস্টের প্রায় সমস্ত সেশনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থেকেও অন্তিম যুদ্ধে পরাজয়। অধিনায়ক হিসেবে এটাই ছিল শুভমান গিলের প্রথম পরীক্ষা। আইপিএলের দুর্যোগ সামলে, সমালোচনার বোঝা মাথায় খেলতে নেমেছিলেন ঋষভ পন্থও। দুজনে হাতে হাত মিলিয়ে বিস্তর রান তুললেন ঠিকই, কিন্তু হার এড়াতে পারলেন না।
দ্য ওয়াল ব্যুরো: হেডিংলে টেস্টের দ্বিতীয় দিনে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা যা ফিল্ডিং উপহার দিলেন, ফেলে চললেন ক্যাচের পর ক্যাচ, তাতে টি দিলীপ কি টেস্টের পর মেডেল উপহার দেবেন?
হতাশা গোপন করে বিদ্রূপের সুরেই প্রশ্ন ছুড়ে দিলেন সুনীল গাভাসকার। প্রথা মেনে ফিল্ডিং কোচ দিলীপ কোনও ম্যাচ শেষ হওয়ার পর সেরা ফিল্ডারদের গলায় মেডেল পরান। কিন্তু গতকাল ইংল্যান্ডকে বাগে পেয়েও যেভাবে হতশ্রী ফিল্ডিং উপহার দিলেন যশস্বী জয়সওয়ালরা, তাতে শুধু দিনের লড়াইয়েই নয়, গোটা ম্যাচ থেকেও ক্রমশ দূরে সরে যাচ্ছে ভারত।
দ্য ওয়াল ব্যুরো: ‘…মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। …কাম অন কোনি, জোর লাগা, আরো জোরে…’
কোনির ক্ষিদ্দা ছিল। যিনি কমদিঘির প্র্যাকটিসে ছাত্রীকে কাতরাতে দেখেও নিস্পৃহ, কিছুটা নিষ্ঠুরভাবে অনুশীলন চালিয়ে যান। পায়ে টান ধরে কোনির। কষ্টে ছটফট করতে থাকে। কিন্তু সুইমিং পুল থেকে উঠে আসতে পারে না। বাঁশের লগি হাতে তাড়া করে চলেন ক্ষিতীশ। আর বলে যান, ‘যন্ত্রণা আর সময়ই তো তোর অপনেন্ট রে! ফাইট কোনি ফাইট!’
দ্য ওয়াল ব্যুরো: প্রস্তাব ছিল। কিন্তু তিনি গ্রহণ করেননি।
রোহিত শর্মার অবসরের (Rohit Sharma Retirement) পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (Team India Captain) কে হবেন এই নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন তিনিই যে বোর্ডের প্রথম পছন্দ ছিলেন, একথা সাফ বুঝিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
দ্য ওয়াল ব্যুরো: প্রধান দলে ছিলেন না। ইংল্যান্ড গিয়েছেন এ দলের সদস্য হিসেবে। নেমেছেন একটি মাত্র প্রস্তুতি ম্যাচে। খুব একটা নজরও কাড়েননি। নিয়েছেন মাত্র এক উইকেট। তবু সেই হর্ষিত রানাকেই সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে থেকে যেতে বলল টিম ম্যানেজমেন্ট।
আর এই ঘোষণার পরেই শুরু হয়েছে প্রশ্ন: তবে কি বুমরাহকে নিয়ে কোনওভাবেই স্বস্তিতে নেই কোচ গম্ভীর? সেই কারণেই মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিংয়ের মতো বিকল্প থাকতে রানার শরণাপন্ন হতে হল?