দ্য ওয়াল ব্যুরো: এজবাস্টনে (Edgbaston Test) ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে? ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলবে লোয়ার অর্ডার? টিম ইন্ডিয়ার (Team India) প্রত্যাবর্তনের সঙ্গে অঙ্গাঙ্গী জড়িয়ে রয়েছে নীচের সারির ব্যাটসম্যানদের ভাল পারফরম্যান্স।
আজ ময়দানে নামছেন শুভমান গিলরা। তার আগে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোয়ার অর্ডারকে (Lower Order) কার্যত সাবধান করে দিলেন অধিনায়ক (Shubhman Gill)। জানালেন, লিডসে যেভাবে হুড়মুড়িয়ে উইকেট পড়েছে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। সংশোধন জরুরি। আর তা এজবাস্টনেই করে দেখাতে হবে।