দ্য ওয়াল ব্যুরো: হেডিংলে টেস্টের দ্বিতীয় দিনে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা যা ফিল্ডিং উপহার দিলেন, ফেলে চললেন ক্যাচের পর ক্যাচ, তাতে টি দিলীপ কি টেস্টের পর মেডেল উপহার দেবেন?
হতাশা গোপন করে বিদ্রূপের সুরেই প্রশ্ন ছুড়ে দিলেন সুনীল গাভাসকার। প্রথা মেনে ফিল্ডিং কোচ দিলীপ কোনও ম্যাচ শেষ হওয়ার পর সেরা ফিল্ডারদের গলায় মেডেল পরান। কিন্তু গতকাল ইংল্যান্ডকে বাগে পেয়েও যেভাবে হতশ্রী ফিল্ডিং উপহার দিলেন যশস্বী জয়সওয়ালরা, তাতে শুধু দিনের লড়াইয়েই নয়, গোটা ম্যাচ থেকেও ক্রমশ দূরে সরে যাচ্ছে ভারত।