দ্য ওয়াল ব্যুরো: ‘…মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। …কাম অন কোনি, জোর লাগা, আরো জোরে…’
কোনির ক্ষিদ্দা ছিল। যিনি কমদিঘির প্র্যাকটিসে ছাত্রীকে কাতরাতে দেখেও নিস্পৃহ, কিছুটা নিষ্ঠুরভাবে অনুশীলন চালিয়ে যান। পায়ে টান ধরে কোনির। কষ্টে ছটফট করতে থাকে। কিন্তু সুইমিং পুল থেকে উঠে আসতে পারে না। বাঁশের লগি হাতে তাড়া করে চলেন ক্ষিতীশ। আর বলে যান, ‘যন্ত্রণা আর সময়ই তো তোর অপনেন্ট রে! ফাইট কোনি ফাইট!’
দ্য ওয়াল ব্যুরো: প্রস্তাব ছিল। কিন্তু তিনি গ্রহণ করেননি।
রোহিত শর্মার অবসরের (Rohit Sharma Retirement) পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (Team India Captain) কে হবেন এই নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন তিনিই যে বোর্ডের প্রথম পছন্দ ছিলেন, একথা সাফ বুঝিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
দ্য ওয়াল ব্যুরো: প্রধান দলে ছিলেন না। ইংল্যান্ড গিয়েছেন এ দলের সদস্য হিসেবে। নেমেছেন একটি মাত্র প্রস্তুতি ম্যাচে। খুব একটা নজরও কাড়েননি। নিয়েছেন মাত্র এক উইকেট। তবু সেই হর্ষিত রানাকেই সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে থেকে যেতে বলল টিম ম্যানেজমেন্ট।
আর এই ঘোষণার পরেই শুরু হয়েছে প্রশ্ন: তবে কি বুমরাহকে নিয়ে কোনওভাবেই স্বস্তিতে নেই কোচ গম্ভীর? সেই কারণেই মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিংয়ের মতো বিকল্প থাকতে রানার শরণাপন্ন হতে হল?
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন ইংল্যান্ড সিরিজে করুণ নায়ার (Karun Nair), শুভমান গিলদের (Shubhman Gill) রাতের ঘুম কেড়ে নিতে চলেছেন এমন এক বোলার, যিনি দেশের হয়ে একটিও টেস্ট খেলেননি। অনূর্ধ-১৯ টিমে নেমেছেন বটে। কিন্তু সিনিয়র দলের হয়ে মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচে বল করেছেন। কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন: তবে কি দীর্ঘদেহী (প্রায় ৬ ফুট ৪) পেসার এডি জ্যাকের (Eddie Jack) উপরই আস্থা রাখতে চলেছে ইংল্যান্ড শিবির?
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। খেলবে দুই টেস্টের সিরিজ, চারটি টি-২০ ম্যাচ।
আগের ঘোষণা অনুযায়ী প্রথম টেস্ট (১৪ নভেম্বর-১৮ নভেম্বর) হওয়ার কথা ছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। কিন্তু এবার ওই ম্যাচ সরানো হল কলকাতায়। আয়োজিত হবে ইডেন গার্ডেন্সে।
কিন্তু কেন?
সূত্রের খবর, দূষণের কথা মাথায় রেখে এই ভেন্যু বদলের সিদ্ধান্ত। নভেম্বর মানেই ভরা উৎসবের মাস। বিশেষ করে, দিওয়ালি। চারিদিকে আলো, বাজির রোশনাই। আর তেতেই দিল্লি শহরে দূষণ ভয়ানক বেড়ে যায়। অতীতেও এখানে অনুষ্ঠিত ম্যাচ দূষণের জেরে বিঘ্নিত হয়েছে, অথবা ক্রিকেটাররা অসুবিধার মধ্যে পড়েছেন।
দ্য ওয়াল ব্যুরো: তিনি সাবধানী। জানালেন, আন্তর্জাতিক ময়দান থেকে অবসর নেওয়া একজন ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেখানে একজন কোচ বা নির্বাচকের নাক গলানোর কোনও ‘অধিকার’ নেই।
এর পাশাপাশি তিনি আক্রমণাত্মকও বটে। আগের মন্তব্যের পিঠোপিঠি জুড়ে দেন, বিরাট (Virat Kohli) কিংবা রোহিতের (Rohit Sharma) অবসরগ্রহণ টিম ইন্ডিয়াকে ব্যাকফুটে রাখবে। দলের অন্দরে একটা শূন্যতা সৃষ্টি করবে। কিন্তু সেই ফাঁক ভরাট করার দায়িত্ব তরুণ ক্রিকেটারদেরই গ্রহণ করতে হবে।