দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় দিনে ভারত যখন ইংল্যান্ডের সমসংখ্যক ৩৮৭ রান তুলে অল আউট হল, তখন ম্যাচটা পঞ্চাশ-পঞ্চাশ ছিল।
হিসেবটা চতুর্থ দিনের শেষেও বদলাল না। এখনও যে কেউ লর্ডস টেস্ট জিতে নিতে পারে। পঞ্চম দিনে ভারতের সামনে টার্গেট ১৩৫। অন্যদিকে ইংল্যান্ডের প্রয়োজন ছ’উইকেট। শেষ দিন, চূড়ান্ত অঙ্ক। নাটকের পালা গুটবে আজই। অন্তিম ফলাফল টিম ইন্ডিয়ার জন্য ট্র্যাজেডিঘন পরাজয় নাকি মহাকাব্যিক জয়—কোনটা বয়ে আনবে, তার আন্দাজ মিলবে দিনের প্রথম সেশনে।