দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্য সামান্য… ১২৪। কিন্তু ইডেনের ধুলো-ওঠা বাইশ গজে সেই ছোট টার্গেটও ভারতের সামনে মুহূর্তে পাহাড় হয়ে উঠেছে। রোববার সকালেই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল ১৫৩ রানে। হাতে ছিল মাত্র তিন উইকেট। তেম্বা বাভুমা (Temba Bavuma) অর্ধশতরান করলেও, বাকি ব্যাটারদের প্যাভিলিয়নে পাঠান জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। প্রথম ইনিংসের ৩০ রানের লিড মিলিয়ে ভারতের সামনে দাঁড়ায় ১২৪ রানের টার্গেট।