দ্য ওয়াল ব্যুরো: সোমবার সন্ধ্যা সাতটার কিছু আগে লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণ (Delhi Blust)। মুহূর্তে আতঙ্ক ছড়ায় রাজধানীজুড়ে। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই সতর্কতা জারি গোটা দেশে। দিল্লির ঘটনার পরই কলকাতা (Kolkata) সহ দেশের সমস্ত বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে (Security tightened )।
সোমবার সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন মেট্রো স্টেশন, রেলস্টেশন ও জনবহুল এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং, টহলদারি ও সন্দেহজনক বস্তু উদ্ধারে সক্রিয় পুলিশ।