দ্য ওয়াল ব্যুরো: বাজবল নিয়ে রব উঠেছিল অনেক। পার্থে অ্যাশেজের প্রথম টেস্টের পয়লা দিনেই তা পালটাল ‘গেল গেল রবে’!
ইংল্যান্ডের ট্রেডমার্ক আক্রমণাত্মক রণকৌশলের থোঁতা মুখ ভোঁতা করলেন মিচেল স্টার্ক। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার আক্রমণের মূল স্তম্ভ। প্রথম দিনে একাই নিলেন ৭ উইকেট, আর ইংল্যান্ড গুটিয়ে গেল মাত্র ১৭২ রানে—মাত্র ৩২.৫ ওভারে!