দ্য ওয়াল ব্যুরো: একটা সময় তিনি উইকেটের পেছনে দাঁড়িয়ে স্লেজিং করতেন। চোখে আঁটা সানগ্লাস। ঘন, পুরু গোঁফ। মাথার টুপিটা উদ্ভট। ততোধিক উদ্ভট ব্যাটিং স্ট্যান্স।
মেঘে মেঘে বেলা বেড়েছে। মাথার ঝাঁকড়া চুল উধাও। দু’চোখের ব্রিটিশ আগ্রাসন স্তিমিত। এখন তিনি উইকেটরক্ষক নন, দাঁড়ান ক্যানভাসের সামনে। হাতে তুলে। এঁকে চলেন ছবি। একের পর এক। লন্ডনের অভিজাত রাইডার স্ট্রিটে যে কোনও দিন গেলেই চোখে পড়বে আত্মনিমগ্ন এক শিল্পী। রং-তুলিতে মজে থাকলেও পূর্বাশ্রমের দায়বদ্ধতা যিনি ভোলেননি।