দ্য ওয়াল ব্যুরো: আরও একবার ইতিহাস গড়লেন ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। শনিবার ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে তিনি পৌঁছে গেলেন এক বিশেষ মাইলস্টোনে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১,০০০ রানের গণ্ডি টপকালেন অভিষেক। শুধু তাই নয়, তিনি বলের হিসাবে বিশ্বের দ্রুততম ব্যাটার এবং ম্যাচের হিসাবে ভারতের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছেন।
এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার টিম ডেভিডের (Tim David) দখলে। টিম ডেভিড ৫৬৯ বল খেলে ১,০০০ রান করেছিলেন। অভিষেক সেই রেকর্ড ভেঙে ফেললেন আরও কম বল খরচ করে।