দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে বল হাতে ভয়ঙ্কর রূপ দেখাল ভারত (India vs UAE)। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ এ-র ম্যাচে ইউএই-কে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিল সূর্যকুমার যাদবের স্কোয়াড (Suryakumar Yadav)।
ভারত টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় (India bowling performance)। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দুর্দান্ত স্পেল করলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি একাই তুলে নেন ৪ উইকেট। তাঁকে কার্যকরী সঙ্গত দিলেন শিবম দুবে, যিনি ৩টি উইকেট নেন। বাকি বোলাররাও নিয়মিত চাপ তৈরি করতে থাকেন, যার ফলে ইউএই-র ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মুহূর্তে।