দ্য ওয়াল ব্যুরো: রাঁচিতে ৩৪৯, রায়পুরে ৩৫৯—দুই ম্যাচেই টিম ইন্ডিয়ার টপ অর্ডার রানের পাহাড় তুলেছে। কিন্তু শেষ দিকে? একই ছবি। ইনিংসের গতি কমে যাচ্ছে, দম ধরে রাখা যাচ্ছে না আর দক্ষিণ আফ্রিকা সহজেই ম্যাচে ফিরে আসছে।
ভারতের সীমিত ওভারের ক্রিকেটে এটা নতুন নয়। বহুদিন ধরেই শেষ ১০ ওভারের (death overs) সমস্যা দেখা দিচ্ছে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) নেই, অক্ষর প্যাটেল (Axar Patel) বিশ্রামে, ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ছন্দহীন—ফলে ‘ফিনিশার’শব্দটাই যেন খেই হারিয়েছে।