দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে (Dubai) এশিয়া কাপে (Asia Cup 2025) প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারত। কিন্তু নিষ্প্রাণ ম্যাচে হঠাৎ করেই মশলা আমদানি করল শিবম দুবের ‘টাওয়েল’!
অদ্ভুত এক ঘটনা। যার কেন্দ্রে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) ব্যাটার জুনায়েদ সিদ্দিকি (Junaid Siddique)। ক্রিজের বাইরে যখন হাঁটাহাঁটি করছেন, তখন উইকেটকিপার সঞ্জু স্যামসনের (Sanju Samson) ঝটকা থ্রোয়ে বেলস উড়ে যায়। রিপ্লেতে গোটা বিষয়টি স্পষ্ট ধরা পড়ে। থার্ড আম্পায়ারও আউটের সিদ্ধান্ত জানান।