দ্য ওয়াল ব্যুরো: সমস্ত আশঙ্কা দূর করে সবুজ সংকেত দিয়ে দিয়েছে মোদী সরকার। এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডয়া (India vs Pakistan)। এটা একরকম চূড়ান্ত। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে (Dubai) মুখোমুখি হতে চলেছে দুই দেশে। আসন্ন টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই।
শুরু থেকেই গুঞ্জন ছিল জোরালো—ভারত আদৌ খেলবে তো? এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট: দ্বিপাক্ষিক সিরিজ নয়; তবে বহুদেশীয় টুর্নামেন্টে নামতে হবে। ফলে এই ম্যাচ ঘিরে জমছে আবেগ, ছড়াচ্ছে উৎকণ্ঠা, বাকযুদ্ধও অল্পবিস্তর শুরু হয়ে গিয়েছে।