দ্য ওয়াল ব্যুরো: সূর্য ওঠার আগের সেই নরম আলোয় ফ্লোরিডার (Florida) লেক ওয়েলস (Lake Wales) যেন হঠাৎ হয়ে উঠেছিল বিশাল ক্যানভাস। আর সেই ক্যানভাসে আঁকা হল এক অবিশ্বাস্য ছবি।
১০৪ জন স্কাইডাইভার (104 Skydivers) একসঙ্গে গড়ে তুললেন বিশ্বের বৃহত্তম ক্যানপি রিলেটিভ ওয়ার্ক বা CRW। রঙিন প্যারাশুটে সাজানো সেই তারার মতো গঠন এতটাই নিখুঁত, এতটাই মনোমুগ্ধকর, যে মুহূর্তেই তা ঘুরে বেড়াতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ার (Social Media) দুনিয়ায়।
#REL