দ্য ওয়াল ব্যুরো: পারথ টেস্টে যেন রূপকথা! কঠিন বাউন্স, দাগ কাটা সবুজ পিচ - যেখানে দুই দল মিলিয়ে ৩০টি উইকেট পড়ে গেল দু’দিনও না পেরোতেই, সেই জায়গাটাকেই ব্যাট হাতে সব হিসেব উল্টে দিলেন ট্রেভিস হেড। দক্ষিণ আফ্রিকার বাভুমার ইডেন কীর্তির মতোই পারথে অস্ট্রেলিয়ার মুখরক্ষা করলেন তিনি।
৮৩ বলে বিস্ফোরক ১২৩ রানের ইনিংস খেলে হেড অস্ট্রেলিয়াকে এনে দিলেন অনায়াস জয়। দ্বিতীয় দিনের চা বিরতির আগেই ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজে ১-০ লিড নিল তাঁরা।