দ্য ওয়াল ব্যুরো: গোয়ার ফতোরদা (Fatorda) এক বড় রাতের অপেক্ষায়। সামনে আল নাসর (Al Nassr)। তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখা যাবে না ঠিকই। তবুও তাতে উত্তেজনা এতটুকু টাল খায়নি।
আজ, বুধবার, এএফসি চ্যাম্পিয়নস লিগ ২–এর (AFC Champions League 2) গ্রুপ–ডি ম্যাচে মুখোমুখি হচ্ছে এফসি গোয়া (FC Goa) ও আল নাসর। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। ভেন্যু—ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়াম। টিভিতে নয়, খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপ (FanCode) ও ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিংয়ে।