দ্য ওয়াল ব্যুরো: ২০১১ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল (Cricket World Cup 2011)। মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা (India-SriLanka)। টান টান উত্তেজনার ম্যাচে তৎকালীন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ছয় মেরে জেতান। ২৮ বছর পর ফের বিশ্বকাপ ওঠে ভারতের হাতে (India won World Cup 2011)।
ভারতের সেই জয়ের পিছনে ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ৯৭ রানে বোল্ড হয়ে ফিরে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর ঘেমো কাদা মাখা জামা আজও ঐতিহাসিক জয়ের গন্ধ নিয়ে ফিরে ফিরে আসে।