দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের পর থেকেই স্পষ্ট—টি-২০ ফরম্যাটে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নিজের ছন্দ খুঁজে পাচ্ছেন না। গত ১৩ মাস ধরে একখানাও হাফ-সেঞ্চুরি নেই। মঙ্গলবার কটকে প্রথম টি-২০ ম্যাচে তাঁর ১২ (১১ বল) রান আরও একবার তুলে ধরেছে একই সমস্যা। ভারত যদিও ১০১ রানে জিতেছে, কিন্তু দলের অধিনায়কের ব্যাটিং নিয়ে প্রশ্ন কিন্তু থামছে না।
সমস্যা কোথায়?