দ্য ওয়াল ব্যুরো: চাঞ্চল্যকর এক আত্মহত্যার ঘটনায় যেন থমকে গিয়েছে পাঞ্জাবের মোহালি। ৪৫ বছরের ব্যবসায়ী রাজদীপ সিং একটি এইচডিএফসি ব্যাংক শাখার টয়লেটে গিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি একটি ইমিগ্রেশন ব্যবসা চালাতেন এবং সম্প্রতি আর্থিক সঙ্কটে ভুগছিলেন। মৃত্যুর আগে রেকর্ড করা এক ভিডিওতে তিনি অভিযোগ করেছেন, তাঁর সংস্থায় বিনিয়োগ করা এক সিনিয়র পুলিশ অফিসার টাকা ফেরত চাইতে গিয়ে তাঁর পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন।