দ্য ওয়াল ব্যুরো: এক বছর কেটে গিয়েছে। দড়ি টানাটানি আজও অব্যাহত!
একদিকে ভারতীয় শিবির, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য বিরোধী পক্ষ। একদিকের দাবি, চব্বিশের টি২০ বিশ্বকাপে (T-20 World Cup) সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ডেভিড মিলারের (David Miller) যে ক্যাচটি ধরেছিলেন, সেখানে রাউন্ডারির দড়ি সরানো হয়নি। কিংবা সরে গেলেও সেটা ইচ্ছাকৃত নয়।
অন্যদিকের পালটা আওয়াজ, পুরোটাই টিম ইন্ডিয়ার কুটিল অভিসন্ধি। আসলে ওটা আউট-ই নয়, ছক্কা। আর রানের খাতায় ছয় রান যুক্ত হলে এবং ডেভিড মিলারের মতো ব্যাটার ক্রিজে উপস্থিত থাকলে বিশ্বকাপ ভারতের নয়, দক্ষিণ আফ্রিকার হাতে ওঠা উচিত!