দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার আয়োজন, প্রথমবার মঞ্চে নামা… আর প্রথমবারই শিরোপা। ইতিহাস গড়ে মহিলা ব্লাইন্ড টি-২০ বিশ্বকাপের (Women’s T20 World Cup for the Blind) চ্যাম্পিয়ন ভারত। কলম্বোতে নেপালকে ৭ উইকেটে হারিয়ে ট্রফি জিতল দল, টুর্নামেন্টে একটিও ম্যাচ না হেরে।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই বোলাররা ছন্দে—টাইট লাইন, নির্দিষ্ট লেন্থ, ধারাবাহিক নিয়ন্ত্রণ। ১১৪ তুলেই নেপাল থমকে যায়। ফিল্ডিং তীক্ষ্ণ। রান আটকানো ও চাপ তৈরি—দুটোই ছিল পরিকল্পনার অংশ। যা কাজে লাগায় টিম ইন্ডিয়া।