দ্য ওয়াল ব্যুরো: এক বছর আগের কথা। আজকের দিন, ২৯ জুন, বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। চলতি বছর টেস্ট ক্রিকেটকে অবসর জানিয়েছেন। যে বিদায় অনেকের চোখে অপ্রত্যাশিত, অনেকের কাছে বিতর্কিত।
লাল বলের ক্রিকেটে কোণঠাসা অবস্থায় থেকে বিদায় নিলেও টি-২০-কে মাথা উঁচু করেই আলবিদা জানান রোহিত। বিশ্বকাপ জিতেছিল ভারত। কেটেছিল ১১ বছর কোনও আইসিসি টুর্নামেন্ট না জেতার খরা। টুর্নামেন্টে ছন্দে ছিলেন অধিনায়কও। ফলে সবমিলিয়ে চব্বিশের বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়া ও রোহিত শর্মার কাছে স্মরণীয় হয়ে থাকবে।